রাজ্য লিড নিউজ

আনিসের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের

আনিস খান মৃত্যুর তদন্তে আপাতত রাজ্য সরকারের গঠিত সিট-এই আস্থা রাখল কলকাতা হাইকোর্ট৷ আনিসের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তেরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ ফরেন্সিক পরীক্ষার জন্য আনিসের মোবাইল ফোনও সিট-এর হাতে তুলে দেওয়ার জন্য নিহত ছাত্রনেতার পরিবারকে নির্দেশ দিয়েছে বিচারপতি৷ আনিস খান মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করেছিল কলকাতা হাইকোর্ট৷

ছোট ছেলের খুনীদের ধরতে সিবিআই তদন্তেই অনড় আনিসের বাবা। তিনি বলেন, ‘হাইকোর্টের রায়ে আমি খুশি নই। আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ করতে পারি।’ এদিও স্পষ্টভাবে জানান, যে পুলিশ তাঁর ছেলেকে মেরেছে তাদেরই গঠন করা সিটের তদন্তে কোনও আস্থা নেই।

এদিন, কলকাতা হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে, আনিস খানের দেহের দ্বিতীয় বার ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের রিপোর্ট দ্রুত সিটের হাতে দিতে হবে। হায়দ্রাবাদের ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে আনিসের উদ্ধার হওয়া মোবাইলটি। যার তথ্য সংরক্ষণ করবে সিএফএসএল। তদন্তে টিআই প্যারেড হবে। সিট আগামী ২ সপ্তাহের মধ্যে আনিস হত্যার রিপোর্ট আদালতেও জমা দেবে।

আগেই আনিসের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে চেয়েছিল সিট। কিন্তু, পরিবারের অনুমতি মেলেনি। তবে সিবিআই বা আদালত চাইলে ছোট ছেলের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করার ক্ষেত্রে কোনও আপত্তি নেই বলে জানান মৃতের বাবা।

অন্যদিকে, আনিস খান হত্যাকাণ্ডে গতকাল যে দু’জন পুলিশ কর্মী হোমগার্ড ও সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে আজ আদালতে তোলা হয়। তাদের দাবি, ফাঁসানো হচ্ছে তাদের। সম্পূর্ণ ঘটনাটি জানতেন আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তী, দাবি ধৃতদের। এমনকি সম্পূর্ণ নির্দোষ বলে নিজেদেরকে দাবি করেন ধৃত দুই পুলিশ কর্মী।