ব্রেকিং নিউজ রাজ্য

ভোট মিটলেও রাজ্যে থাকুক কেন্দ্রীয় বাহিনী, কমিশনকে নির্দেশ হাইকোর্টের

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা হয়ে গেলেও অপ্রীতিকর ঘটনা ঘটেই চলেছে। আর সেই কারণেই আপাতত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কীভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, তা ঠিক করতে বিএসএফের সঙ্গে বৈঠক করল নবান্ন। বৃহস্পতিবার নবান্নে রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি, আই জি, বিএসএফ’এর সঙ্গে হয় বৈঠক। কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর। ইতিমধ্যে এ বিষয়ে প্রতি জেলায় একজন করে নোডাল অফিসার নিয়োগের কথা বলা হয়েছে।

রাজ্যের সংবেদনশীল এলাকায় আপাতত রাজ্য পুলিশের সঙ্গে বিএসএফ টহল দেবে। প্রত্যেক জেলায় ইতিমধ্যেই একজন করে নোডাল অফিসারকে দায়িত্ব দিয়েছে বিএসএফ। সীমান্তরক্ষা বাহিনীর জওয়ানদের যাতে থাকা, খাওয়া বা যাতায়াতে কোনও সমস্যা না হয়, তা নিয়েও আলোচনা হয়েছে। বিএসএফের সঙ্গে বৈঠক শেষে মুখ্যসচিব এই ব্যাপারে সমস্ত জেলাশাসক ও পুলিশ সুপারদের সতর্ক করেছেন। কেন্দ্রীয় বাহিনীকে সবরকমভাবে সহযোগিতার নির্দেশ দিয়েছেন।

প্রতি জেলাতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। ব্লক স্তর পর্যন্ত কোথাও কোনও অশান্তি বা হিংসার ঘটনা ঘটলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার একাধিক ঘটনা ঘটেছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকে এখনো পর্যন্ত রাজনৈতিক হিংসার বলি হয়েছেন অন্তত ৪০ জন।