ব্রেকিং নিউজ রাজ্য

মনোনয়নের সময়সীমায় হস্তক্ষেপে না – হাইকোর্ট

পঞ্চায়েত মামলার রায়দানে মনোনয়নের সময়সীমায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট। রাজ্য নির্বাচন কমিশনের ৯ জুনের বিজ্ঞপ্তিই বহাল থাকল। আইন অনুযায়ী পদক্ষেপ করবে কমিশন, জানিয়ে দিল হাইকোর্ট।

অন্যদিকে, রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশন ২৭৩ জন পর্যবেক্ষক নিযুক্ত করেছে। মঙ্গলবার থেকে শুরু হল তাঁদের প্রশিক্ষণ পর্ব। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে এই পর্যবেক্ষকেরা কে কোন দায়িত্বে থাকছেন।

প্রতিটি নির্বাচনেই নির্বাচন কমিশনের তরফে নিযুক্ত করা হয় নির্বাচনী পর্যবেক্ষককে। লোকসভা ও বিধানসভা নির্বাচনের দায়িত্ব থাকে জাতীয় নির্বাচন কমিশনের ওপরে। সেই দুই নির্বাচনে তাঁরাই পর্যবেক্ষক নিয়োগ করেন। আবার পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন হয় রাজ্যের নির্বাচন কমিশনের হাত ধরে। তাই ওই দুই নির্বাচনের ক্ষেত্রে পর্যবেক্ষক নিয়োগ করে রাজ্য নির্বাচন কমিশন। এবার একই ভাবে নিয়োগ করা হবে বলে জানা গেছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে এই পর্যবেক্ষকদের প্রত্যেককেই ২টি করে ব্লকের দায়িত্ব দেওয়া হবে। সেই সব ব্লকে নির্বাচনে ভোটগ্রহণের ক্ষেত্রে কোনও সমস্যা হলে এই পর্যবেক্ষকদের রিপোর্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।