উত্তর ২৪ পরগনার জেলা সদর থেকে অপহৃত এক তরুণীকে খুঁজে বের করতে এবার ইন্টারপোলের সাহায্য নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সিআইডি এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে যৌথ তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। উল্লেখ্য ২০২০ সালের ১৯ জুলাই নিখোঁজ হয়ে যায় ওই তরুণী। ভুগলে স্নাতকোত্তর করছিল ওই মেধাবী ছাত্রী। নিখোঁজের পরই বারাসত থানায় মিসিং ডায়রি করেন ছাত্রীর পরিবার। কিন্তু আজ পর্যন্ত তাঁর হদিস মেলেনি।
পুলিশি তদন্তে উঠে আসে স্থানীয় এক যুবক তাঁকে বাংলাদেশে নিয়ে গিয়েছে। অভিযোগের তির ছিল তন্ময় বিশ্বাস, ওরফে রাজদীপ নামে এক যুবকের দিকে। পরে ওই তরুণীর সঙ্গে রাজদীপের মামা ভিডিও কলে একবার কথা বলিয়ে দিয়েছিল পরিবারের সদস্যদের সঙ্গে। কিন্তু এরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে মেয়েকে ফিরে পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তরুণীর বাবা। শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থা এক যুগান্তকারী নির্দেশ দেন। তিনি জানিয়ে দেন, বারাসত থানার পুলিশ সিআইডি মারফৎ সিবিআইকে জানাবে। এরপর সিবিআই ও সিআইডি ইন্টারপোলের সাহায্য নিয়ে ওই তরুণীকে খুঁজে বের করার চেষ্টা করবে। যৌথ উদ্যোগে কী ভাবে ভারতে ফিরিয়ে আনা হবে তাঁকে, তারই রূপরেখা বাতলে দেন বিচারপতি মান্থা। এই মামলার পরবর্তী শুনানি ১৬ সেপ্টেম্বর।