কলকাতা ব্রেকিং নিউজ

ফের পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি

সুপ্রিম কোর্টে ক্রমেই পিছোচ্ছে আরজি কর মামলার শুনানি। পরপর তিন’দিনে তিনবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। মঙ্গলবার ও বুধবার শুনানি হয়নি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। বৃহস্পতিবার শুনানির কথা জানান হয়েছিল।

প্রথমে কথা ছিল মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানি। কিন্তু বিশেষ কারণে সেদিন মামলাটি শোনেনি শীর্ষ আদালত। তখন বলা হয়, প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে বুধবার সকালে প্রথমেই এই মামলার শুনানি হবে। এদিন সেই প্রতিশ্রুতিও রাখা হয়নি। ফের পিছিয়ে দিয়ে বলা হল, সকালে নয় বুধবার বিকালে হবে শুনানি। তবে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেলেও মামলা ওঠেনি প্রধান বিচারপতির বেঞ্চে।

বৃহস্পতিবার মধ্যাহ্নভোজের পর মামলার শুনানি শুরু হয়। তবে মামলা ফের পিছিয়ে যায়।ফলে ক্ষোভে ফুঁসছেন তিলোত্তমার বাবা-মা। তাঁরা বলেন, ‘আমার মেয়ে হাসপাতালে চাকরি করতে গিয়ে ধর্ষিতা হয়েছে, খুন হয়েছে। রাজ্য সরকার কী করে এর দায় এড়িয়ে যেতে পারে? তিন মাস হয়ে গেল। আমরা এতদিন কেঁদে ফেলতাম কথা বলতে গিয়ে। এখন আর চোখে জল আসে না। বিচার আমরা ছিনিয়ে আনবই। আমরা মেয়ে হারিয়ে কঠিন হয়ে গেছি। আমাদের এখন রাস্তায় নামতেই হবে। বিচার পেতে গেলে আন্দোলনই একমাত্র রাস্তা।’