ফের পিছিয়ে গেল আরজি কর মামলার সুপ্রিম শুনানি। আরজি কর হাসপাতালে মহিলা চিকিসৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করেছিল সুপ্রিম কোর্ট। এক মাসেরও বেশি সময় ধরে চলছে মামলাটি। এবার পরবর্তী শুনানির তারিখ নির্ধারিত ছিল আগামী ২৭ সেপ্টেম্বর। কিন্তু ওইদিন মামলাটি শুনছে না প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ।
জানা গিয়েছে, রাজ্যের তরফ থেকে দিন বদলের আর্জি জানানো হয়েছিল। যাকে মান্যতা দিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর হবে শুনানি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই -এর একটি প্রতিবেদন অনুসারে এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, “আমরা ৩০ সেপ্টেম্বর, অর্থাৎ পরবর্তী সোমবার মামলাটি শুনানির জন্য নথিবদ্ধ করব।”
আরজি কর মামলায় শেষ শুনানি হয়েছিল ১৭ সেপ্টেম্বর। সেদিনই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ তদন্তের অগ্রগতি সংক্রান্ত ‘স্টেটাস রিপোর্ট’ জমা দিতে বলেছিল সিবিআইকে। কেন্দ্রীয় তদন্ত বাহিনীর দেওয়া সেই‘স্টেটাস রিপোর্ট’ পড়ে উদ্বেগ প্রকাশ করেন বিচারপতিরা। তাঁদের প্রশ্নবানের মুখে পড়তে হয় রাজ্যকে। শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠেছিল। রাতে কর্মক্ষেত্রে মহিলাদের নিয়ে রাজ্য সরকারের ‘বিতর্কিত’ বিজ্ঞপ্তি মুছে ফেলার আদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সঙ্গে জুনিয়র ডাক্তারদের চলতে থাকা কর্মবিরতি ও পুলিশের ভূমিকা নিয়ে চলেছিল সওয়াল-জবাব।