কলকাতা লিড নিউজ

পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি

পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। সুপ্রিম কোর্টে ফের এই শুনালির সম্ভাবনা রয়েছে বুধবার সকালে । বুধবার সকাল সাড়ে ১০টায় আরজি কর মামলার শুনানি হওয়ার কথা প্রধান বিচারপতির বেঞ্চে।মঙ্গলবার দুপুর ৩টেয় সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির কথা ছিল। তবে শেষ মুহূর্তে শুনানি স্থগিত করে দেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতির অনুপস্থিতির জন্য এই শুনানি পিছিয়ে যায়।

জানা গিয়েছে, মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর আমন্ত্রণে রাইসিনা হিলে গিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। একাধিক মামলা থাকায় এদিন স্থগিত হয়ে যায় আরজি করের শুনানি। এর আগে ১৫ অক্টোবর সুপ্রিম কোর্টে ছিল আরজি কর মামলার শুনানি। সেদিনই মামলার শুনানি চলাকালীন সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ নিয়ে সুপ্রিমকোর্টে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে। সিভিক ভলান্টিয়ার নিয়োগের পদ্ধতি, আইন মেনে আদৌ নিয়োগ হয়েছে কিনা, নিয়োগের যোগ্যতার মাপকাঠি কী সেই ব্যাপারে আগেই প্রশ্ন রাখা হয়েছিল শীর্ষ আদালতের তরফে।

উল্লেখ্য, আগামী ১০ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন চন্দ্রচূড়। আগামী ৮ নভেম্বর শুক্রবার তাঁর নেতৃত্বে শেষ বেঞ্চ বসতে চলেছে। তাই বুধবারই সম্ভবত শেষ বারের জন্য আরজি কর মামলা শুনবেন ডি ওয়াই চন্দ্রচূড়।