ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন মামলায় ইতিমধ্যেই খারিজ হয়েছে মহুয়া মৈত্রর সাংসদ পদ। এরপরই সাংসদ পদ খারিজের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিলেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এমনকী গোটা বিষয়টি নিয়ে অনলাইন মারফত তিনি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন। শেষমেশ সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল মহুয়ার মামলার শুনানি।
শুক্রবার বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এস ভি এন ভাটির ডিভিশন বেঞ্চে উঠেছিল মামলাটি। কিন্তু, সেই আবেদনের শুনানি হল না। আগামী ৩ জানুয়ারি সাংসদ পদ খারিজ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানা গিয়েছে।