দেশ ব্রেকিং নিউজ

সুপ্রিম কোর্টে ফের পিছল অনুব্রতর জামিনের আবেদনের মামলার শুনানি

ফের পিছিয়ে গেল গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডলের জামিন মামলার শুনানি। কিছুদিন আগেই সিবিআইয়ের গ্রেফতারির দাবিতে জামিনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। শুক্রবার সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বেলা এম ত্রিবেদির এজলাসে এই মামলার শুনানি ছিল। কিন্তু, এদিন আদালতের থেকে সময় চেয়ে নেন অনুব্রত মণ্ডলের আইনজীবীরাই। এই মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার হবে বলেই জানা গিয়েছে। সুপ্রিম কোর্টে কি স্বস্তি পেতে পারেন অনুব্রত মণ্ডল? ইতিমধ্যেই তা নিয়ে উঠছে প্রশ্ন।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় শুধু অনুব্রতই নয়, এর আগে গত ২৯ আগস্ট অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের জামিনের মামলার শুনানিও পিছিয়ে যায়। ওইদিন দিল্লি হাইকোর্টে সুকন্যা মণ্ডলের কোনও আইনজীবী উপস্থিত না থাকায় এই মামলার শুনানি পিছিয়ে যায়। আগামী ২৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে বলেই জানিয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি দীনেশ কুমার শর্মা। এর আগেও একাধিকবার অসুস্থতার কথা জানিয়ে জামিনের আবেদন জানিয়েছিলেন সুকন্যা। যদিও পরে তা খারিজ হয়ে যায়।