রাজ্য লিড নিউজ

ফের পিছিয়ে গেল নন্দীগ্রাম মামলার শুনানি

নন্দীগ্রাম মামলার শুনানি আবারো পিছিয়ে দিল হাইকোর্ট। নন্দীগ্রাম মামলার পরবর্তী শুনানি ১ ডিসেম্বর ধার্য হয়েছে। হাইকোর্টের তরফে জানানো হয়েছে, ২৯ নভেম্বরের মধ্যে সবপক্ষকে লিখিত ‘মিনিট’ জমা দিতে হবে। যেখানে লেখা থাকবে, কোন পক্ষ কোন কোন বিষয়ে সওয়াল-জবাব করতে চাইছেন।

একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রামে গণনায় কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফলপ্রকাশের পর জুনে প্রথম হাই কোর্টে মামলা ওঠে কৌশিক চন্দের বেঞ্চে। পরবর্তীতে এই মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি কৌশিক চন্দ। বর্তমানে মামলা স্থানান্তরিত হয় বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে। মামলার বেঞ্চ বদল হওয়ায় আপত্তি তোলেন বিরোধী দলনেতা। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। সেখানে তাঁর আবেদন, কলকাতা হাই কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলাটি অন্য রাজ্যে যে কোনও রাজ্যে স্থানান্তরিত করা হোক। এই পরিস্থিতিতে বিচারপতি শম্পা সরকার তিনমাসের জন্য হাই কোর্টে শুনানি মুলতুবি রাখেন। সেই সময় পেরিয়ে যাওয়ায় সোমবারই হাই কোর্টে ওঠে এই মামলা।

সোমবার নন্দীগ্রাম মামলার স্থানান্তর সংক্রান্ত শুনানি হয়নি সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে বিচারপতি উপস্থিত না থাকার ফলে এদিন এই মামলার স্থানান্তর সংক্রান্ত শুনানি হয়নি।