রাজ্য লিড নিউজ

ফের পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিন মামলার শুনানি

ফের পিছিয়ে গেল গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডলের জামিন মামলার শুনানি। সিবিআইয়ের গ্রেফতারির দাবিতে জামিনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। বুধবার সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বেলা এম ত্রিবেদির এজলাসে এই মামলার শুনানি ছিল। কিন্তু, এদিন আদালতের থেকে সময় চেয়ে নেন অনুব্রত মণ্ডলের আইনজীবীরাই। এই মামলার পরবর্তী শুনানি চার সপ্তাহ পরে হবে বলেই জানা গিয়েছে। ফলে পুজোয় জেলেই থাকতে হচ্ছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রতকে। সুপ্রিম কোর্টে কি স্বস্তি পেতে পারেন অনুব্রত মণ্ডল? ইতিমধ্যেই তা নিয়ে উঠছে প্রশ্ন।

উল্লেখ্য, গত মাসেই গরু পাচার মামলা স্থানান্তরিত করা হয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। যদিও এই মামলা আসানসোলের সিবিআই আদালত থেকে সরানোর আবেদন জানিয়েছিল ইডি। সেই আবেদনই সায় দেন আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। ইডির তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, আর্থিক দুর্নীতি মামলার ৪৪/১সি ধারা অনুযায়ী ইডি এই মামলা যে কোনও আদালতে স্থানান্তরের জন্য আবেদন করতেই পারে। যদিও এই আবেদনের তীব্র বিরোধিতা করেন অনুব্রত মণ্ডলের আইনজীবী সোমনাথ চট্টরাজ। তিনি বলেন, সিবিআইয়ের মামলার শুনানি যতদিন না শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত এই আবেদন স্থগিত রাখা উচিত। এরপরই আসানসোলের সিবিআই আদালতের বিচারক স্পষ্ট জানিয়ে দেন,দিল্লিতেই এই মামলার শুনানি হবে।