রাজ্য লিড নিউজ

মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল

আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাড়িতে পড়ে গিয়ে আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, তিনি কপালে ‘বড় ধরনের’ আঘাত পেয়েছেন। কপালে তিনটি আর নাকে একটি সেলাই দিতে হয়েছে।

হাসপাতালে তার ক্ষতস্থানে ড্রেসিং করানো হয়। ইসিজি, সিটি স্ক্যানসহ বেশি কিছু পরীক্ষাও করানো হয়। চিকিৎসকরা তাকে রাতটি হাসপাতালে থেকে যাওয়ার পরামর্শ দিলেও তিনি বাড়িতে ফিরে যান। এসএসকেএম হাসপাতালের পরিচালক মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘পেছন থেকে ধাক্কা’ লাগার কারণে মমতা পড়ে গিয়েছিলেন। হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান, মেডিসিন ও কার্ডিয়োলজি বিভাগের চিকিৎসকরা তার চিকিৎসা করেন। বাড়ি ফিরে গেলেও শুক্রবার ফের তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে সূত্রের খবর।