দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৫ সালে বলিউড অভিনেত্রী গীতা বাসরার সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান ভারতীয় ক্রিকেটার হারভাজান সিং। এরপর ২০১৬ সালের ২৭ জুলাই এই তারকা দম্পতির ঘর আলোকিত করে আসে প্রথম সন্তান হিনায়া হীর প্লাহা।চমকপ্রদ তথ্য হলো- শিগগিরই বড় বোন হতে যাচ্ছেন হিনায়া অর্থাৎ দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন হারভাজান-গীতা দম্পতি।
রোববার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন হারভাজান সিং। যেখানে দেখা যাচ্ছে, হিনায়া তার মায়ের বেবিবাম্পে চুমু দিচ্ছে। অপর একটি ছবিতে দেখা যাচ্ছে, হিনায়া একটি টি-শার্ট ধরে রেখেছে। যেখানে লেখা রয়েছে, শিগগিরই বড় বোন হতে যাচ্ছি আমি।
হারভাজান-গীতা দম্পতি এই সুখবরটি দেওয়ার পর তাদের শুভকামনা জানাতে শুরু করেছেন ভক্ত ও শুভাকাঙ্খীরা।