ব্রেকিং নিউজ রাজ্য

স্কুলের ভেতরে শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

স্কুলের ভেতরে এক শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বংশিয়ারী ব্লকের নুরপুর এলাকায়।

জানা গেছে, রবিবার রাতে বংশীহারী ব্লকে নুরপুর জুনিয়ার হাইস্কুলের শিক্ষক কৃষ্ণ বসাকের মৃতদেহ স্কুলের ঘরের মধ্যে ঝুলতে দেখে এলাকার লোকজন রাতের বেলা এলাকার লোকজন। খবর দেওয়া হয় বংশিয়ারি থানায়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। সোমবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বালুরঘাটে।

পরিবার সূত্রে জানা গেছে, মৃত কৃষ্ণ বসাকের বাড়ি বাতাসকুড়ি এলাকায়। গত তিন চার মাস আগে কুসুমন্ডি ব্লকের একটি স্কুল থেকে ট্রান্সফার হয়ে নুরপুর জুনিয়র হাইস্কুলে যোগ দেন তিনি। বাড়ি থেকে বের হয় স্কুলে কাজ আছে বলে এবং অনেক রাত্রি হয়ে যাওয়ায় বাড়িতে না আসায় বাড়ির লোকজন স্কুলে গিয়ে খোঁজ করে এবং স্কুলে অফিস রুমের মধ্যে তার মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকজন।

গত ১০ বছর ধরে তার প্রথম পক্ষের স্ত্রী দেবিকা জোয়ারদার এর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলে। মৃতের পরিবারের আরো অভিযোগ মামলা চললেও বিভিন্নভাবে মানসিক নির্যাতন করত তার প্রথম পক্ষের স্ত্রী সহ বাড়ির লোকজন। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে মৃতের দ্বিতীয় স্ত্রী সহ পরিবারের লোকজন। সঠিক তদন্তের দাবি জানিয়েছে মৃতের পরিবার।