জেলা ব্রেকিং নিউজ

Madhyamik Examinee: মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার

‘আমি প্রথম হতে পারবো না, তাই আর নিজেকে বাঁচাতে পারলাম না,’ সুইসাইড নোট লিখে আত্মহত্যা করল এক মাধ্যমিক পরীক্ষার্থী।

মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর আগে আশানুরূপ ফল হবে না হওয়ার আশঙ্কায় সুইসাইড নোট লিখে আত্মহত্যা করে ওই মাধ্যমিক পরীক্ষার্থী। আগামী সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর কথা। তার আগে মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে মছলন্দপুরের সাদপুর এলাকায়। মৃত ছাত্রীর নাম বৃষ্টি পোদ্দার(১৬) ।সে মছলন্দপুর ভূদেব স্মৃতি বালিকা বিদ্যালয় থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। নিজেদের ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখে পরিবারের লোকেরা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করে।

মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। যাতে লেখা রয়েছে ‘আমি প্রথম হতে পারবো না, তাই পরিবারের সম্মান যাতে ধুলোয় মিশে না যায় তাই নিজেকে আর বাঁচাতে পারলাম না’। সুইসাইড নোটটি উদ্ধার করেছে পুলিশ । পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।