এক বহুতল থেকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে গড়ফা থানা এলাকায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্বামী-স্ত্রী দুজনেই আত্মহত্যা করেছেন। উদ্ধার হয়েছে সুইসাইড নোটও। তবে কী কারণে তাঁরা চরম পথ বেছে নিলেন তা এখনও স্পষ্ট নয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সুধন্য প্রামাণিক (৬৫) ও সবিতা প্রামাণিক (৬০) এলাকায় বেশ পরিচিত ছিলেন। গড়ফা থানা এলাকার পূর্বাচল রোডের এক বহুতলের বাসিন্দা। ছেলে, বউমা ও নাতিকে নিয়ে তাঁদের সংসার। চলতি মাসের ৩ তারিখ বাবা-মাকে রেখে স্ত্রী ও ছেলেকে নিয়ে পুরী গিয়েছিলেন দম্পতির ছেলে। বুধবার সকালে ফিরেছেন তাঁরা।
জানা গিয়েছে, বাড়ির সদস্যরা ফিরে এসে কোনও শব্দ না পাওয়ায় অন্য চাবি দিয়ে ঘর খুলতেই ঝুলন্ত দেহ দেখতে পান। দেহে পচন ধরেছিল বলে খবর। মিলেছে সুইসাইড নোটও। সেখানে দম্পতি দাবি করেছেন, তাঁদের মৃত্যুর জন্য কেউ দায়ী নন। এমনকী, বাড়ির কোন চাবি কোথায় রয়েছে তাও সুইসাইড নোটে স্পষ্ট করে লেখা রয়েছে। পুলিশের প্রাথমিক ধারনা, মানসিক অবসাদেই আত্মঘাতী হয়েছেন ওই প্রবীণ দম্পতি।