ব্রেকিং নিউজ রাজ্য

গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার

শোবার ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কনুয়া-গোপীনাথপুর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বধূর নাম বেলা সাহা (৪৭)। দেহ উদ্ধার করে চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মৃত বধূর স্বামী রুপলাল সাহা পেশায় মশলা জাতীয় দ্রব্য ব্যবসায়ী।

তিনি জানান, সকালে সবজি বাজারে যাওয়াকে কেন্দ্র করে ঝগড়া হয়। এছাড়াও মানসিক অবসাদে ভুগছিলেন ওই বধূ। আর এদিন ঝগড়া শেষে বাড়িতে কেউ না থাকায় অভিমানে আত্মঘাতী হয় স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাদের একটি কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। উৎসবের মরসুমে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি তৈরি হয়েছে শোকের আবহ ।