স্টেশনে নিয়মিত চেকিংয়ের সময় চুরি যাওয়া বাচ্চা উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলেন হাবরা জিআরপির ওসি।পুলিশ সূত্রে জানা গেছে, গাইঘাটা থানার চাঁদপাড়া বিএম পল্লী এলাকার গদাধর সাহার চার বছরের ছেলে অঙ্কিতকে প্রতিবেশী এক যুবতী বাড়ি থেকে নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে বেরিয়ে যায়। যদিও স্থানীয়রা যুবতী অন্বেষা বিশ্বাসকে ধরে ফেললেও উদ্ধার করতে পারেনি ওই বাচ্চাকে। হাবরা জিআরপির ওসি বিমল সরকার নিয়মিত চেকিংয়ের সময় এদিন বনগাঁ ক্যানিং লোকাল থেকে অঙ্কিতাকে উদ্ধার করে বিভিন্ন থানায় খবর দেন।
খবর দেওয়া মাত্রই খবর আসে গাইঘাটা থানা থেকে। গাইঘাটা চাঁদপাড়া থেকে ছুটে আসে অঙ্কিতের বাবা-মা, হাবরা থানার ওসি বিমল সরকার অঙ্কিতাকে তার বাবা মায়ের কোলে তুলে দেন।
পুরো ঘটনার তদন্ত করছে গাইঘাটা থানার পুলিশ। সন্তানকে ফিরে পেয়ে হাবরা থানা জিআরপি ওসি ও সমস্ত সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন শিশুটির বাবা-মা। পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার বাসিন্দারা।