করোনা সংক্রমনের রিপোর্ট দেশ ব্রেকিং নিউজ

দেশে ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, সাবধান করল কেন্দ্র

ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। সতর্কতা জারি করে সব রাজ্যের কাছে চিঠিও পাঠিয়েছে দিল্লি। সোমবারই কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সুধাংশু পন্থ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠিয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৩৬ জনের শরীরে করোনা ভাইরাসের হদিস মিলেছে। করোনা আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

এই মুহূর্তে সারা দেশে করোনা রোগীর সংখ্যা ১,৭০৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে করোনা সংক্রান্ত সংশোধিত গাইডলাইন মেনে চলার উপর প্রতিটি রাজ্যকে জোর দিতে বলা হয়েছে। পাশাপাশি সব রাজ্যের জন্য কোভিডের উপর নজরদারি রাখতে আট দফা নির্দেশিকাও জারি করা হয়েছে।

কেরলে করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে। করোনা আক্রান্তের সংখ্যার গ্রাফ সামান্য বেড়ে গিয়েছে। কেরলে করোনার নতুন একটি ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। যার নাম জেএন.১। ইতিমধ্যেই রাজ্যগুলিকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।