রাজ্য লিড নিউজ

আরও অস্বস্তি বাড়ল রাজ্যপালের: এবার বোসের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ!

শ্লীলতাহানি বিতর্কের মাঝেই আরও অস্বস্তিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার রাজ্যপালের বিরুদ্ধে এক নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ উঠল। অভিযোগ, ওই নৃত্যশিল্পীকে দিল্লিতে নিয়ে গিয়ে এক হোটেলে ধর্ষণ করেছেন রাজ্যপাল। কয়েক মাস আগেই অই নৃত্যশিল্পী কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করেছেন। এবার বিষয়টি প্রকাশ্যে আসতেই কলকাতা পুলিশের তরফে নবান্নে তদন্ত রিপোর্ট জমা পড়েছে।

জানা গিয়েছে, কয়েক মাস আগে এক সঙ্গীতশিল্পীর মাধ্যমে কলকাতায় রাজভবনে যান ওই নৃত্যশিল্পী। ওই নৃত্যশিল্পী রাজ্যপালকে নিজের ব্যক্তিগত সমস্যার কথা জানিয়েছিলেন। তাঁকে ভারতের এক উচ্চপদস্থ আমলার পরিচয় করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যপাল। সেই মতো দিল্লিতে তাঁকে নিয়ে গিয়ে একটি হোটেলে রাখা হয় বলেই ওই নৃত্যশিল্পীর দায়ের করা অভিযোগের মাধ্যমে জানা গিয়েছে।

মহিলার অভিযোগ, দিল্লির ওই হোটেলেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে ধর্ষণ করেন। এরপরই তিনি কলকাতা পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। এর পাশাপাশি তিনি নবান্নের দ্বারস্থ হয়েছিলেন। নৃত্যশিল্পীর আবেদনের ভিত্তিতেই নবান্নের তরফে কলকাতা পুলিশকে এ বিষয়ে প্রাথমিক তদন্তের নির্দেশ দেওয়া হয়। সেই তদন্তের পরই মঙ্গলবার নবান্নে রিপোর্ট জমা দিল লালবাজার।