হাওড়া পুরসভার সংশোধনী বিলে সই করে দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়, এমনই খবর ছড়িয়ে পড়েছিল শুক্রবার৷ জানা গিয়েছিল, ওই বিলের প্রস্তাব অনুযায়ী, হাওড়া থেকে বিচ্ছিন্ন করা হবে বালি পুরসভাকে৷ প্রায় এক মাস আগে বিলটি রাজ্যপালের কাছে পাঠানো হলেও সরকারের কাছে বেশ কিছু ব্যাখ্যা চেয়ে বিলটিতে সই করেননি রাজ্যপাল৷
রাজ্যপাল জানিয়ে দিলেন, তিনি নিজের আগের অবস্থানেই রয়েছেন ৷ ট্যুইট করে জগদীপ ধনকড় লিখেছেন, ‘রাজ্যপাল হাওড়া পুরনিগম সংশোধনী বিলে সই করেছেন বলে যে খবর ছড়িয়ে পড়েছে, তা ঠিক নয়৷ সংবিধানের ২০০ ধারা অনুযায়ী এই বিলটি বিবেচনাধীন রয়েছে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে যে তথ্যগুলি চাওয়া হয়েছিল তা এখনও পাওয়া যায়নি৷’
উল্লেখ্য, ২০১৫ সালে বালিকে হাওড়ার সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেই রাজ্য সরকার ঘোষণা করে, বালি পুরসভাকে হাওড়া পুরনিগম থেকে আলাদা করে দেওয়া হবে৷
রাজ্য সরকার কলকাতা ও হাওড়া পুরসভার ভোট করতে চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে আবেদন জানায়, কমিশন রাজ্যের আবেদনে সম্মতি জানিয়ে এই বছরের ১৯ ডিসেম্বর ভোট কলকাতা ও হাওড়ার ভোট করার জন্য প্রস্তুতিও শুরু করে | কিন্তু হাওড়া পুরসভা সংশোধনী বিল রাজ ভবনে আটকে থাকায় তা আটকে যায়৷ রাজ্য সরকার ও কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে আপত্তি শুরু করে বিরোধীরা৷ রাজ্যপালও বালি পুরসভাকে আলাদা করার বিষয়ে সম্মতি দেননি।
রাজ্য নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টকে জানিয়েছে, আগামী ২২ জানুয়ারি রাজ্যের বাকি পুর নিগমগুলিতে ভোট করাতে চায় তারা৷ এর মধ্যে রয়েছে হাওড়াও৷ কিন্তু রাজ্যপাল হাওড়া পুরসভা সংশোধনী বিলে সই না করায় হাওড়ার পুরভোট কবে হবে, এই প্রশ্ন তৈরি হল৷