টয় ট্রেন। পাহাড়ের এক অন্যতম আকর্ষণ। নানান জায়গা থেকে পর্যটকরা পাহাড়ে ছুটে আসেন শুধুমাত্র এই ট্রেন চড়বে বলে। পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করতে এই ট্রয় ট্রেনের জুড়ি মেলা ভার। পাহাড়ে এসে ট্রয় ট্রেনে না উঠলে, পাহাড়ে আসায় বৃথা।সোমবার সকালে রাজ্যপাল জগদীপ ধনকড় ও তাঁর পরিবার স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেনে করে দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত যান।
রাজ্যপাল এর আগে বহুবার পাহাড়ে এসেছেন কিন্তু কখনও টয় ট্রেনে চড়েননি। এবারের পুজো কাটাতে তিনি সপ্তমী থেকে পাহাড়ে রয়েছেন সপরিবারে। সোমবার ছুটির মেজাজেই গোটা পরিবারসহ চড়লেন টয় ট্রেনে।
এ খবর শুনে ছুটে আসেন ডিআইচআর ডিরেক্টর এ কে মিশ্র-সহ অন্যান্য আধিকারিকরাও। দার্জিলিং স্টেশন থেকে টয় ট্রেন ছেড়ে ঘুমের উদ্দেশে রওনা দেয়। পথে বাতাসিয়া লুপে নেমে ছবিও তোলেন রাজ্যপালের পরিবারের সদস্যরা। ঘুমে মিউজিয়াম ঘুরে দেখেন রাজ্যপাল। ফেরার সময় ও টয়ট্রেনেই চেপেই তিনি পরিবার-সহ দার্জিলিং ফেরেন।শুধু তাই নয়, টয় ট্রেন চড়ে রাজ্যপাল বেজায় খুশি। মিউজিয়ামের প্রশংসা করার পাশাপাশি ট্রেন পরিষেবারও প্রশংসা করেছেন তিনি।
রাজ্যপালের টয় ট্রেন সফরের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছে রেল। এবিষয়ে ডিএইচআর ডিরেক্টর এ কে মিশ্র বলেন, “এটা আমাদের কাছে সৌভাগ্যের ব্যাপার। জয় রাইড সকলের জন্যই খোলা। তবে রাজ্যপাল চড়ায় তার ঐতিহ্য আরও বেড়ে গেল।”