রাজ্য লিড নিউজ

নয়া কর্মসূচি ঘোষণা রাজ্যপালের

সি ভি আনন্দ বোসের বাংলার রাজ্যপাল হিসাবে দুবছর পূর্ণ হতে বাকি আর হাতে গোনা কয়েকটি দিন। রাজ্যের দায়িত্ব নেওয়ার দুবছর পূর্তিতে নতুন কর্মসূচির ঘোষণা করেন রাজ্যপাল। ‘আপনা ভারত-জাগতা বেঙ্গল’ নামে এক কর্মসূচি চলবে একমাস ধরে। মোট নটি বিষয়ের কথা লেখা রয়েছে। সেগুলি হল-

দুয়ারে রাজ্যপাল: রাজ্য সরকারের অনুকরণে ‘দুয়ারে রাজ্যপাল’ কর্মসূচিও নেওয়া হয়েছে। রাজ্যের বহু বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম গুলির পাশাপশি আদিবাসী অধ্যুষিত এলাকাগুলি পরিদর্শনে যাবেন আনন্দ বোস।

ফাইল টু ফিল্ড: রাজ্যের মোট ২৫০টি জায়গা পরিদর্শনে যাবেন রাজ্যপাল আনন্দ বোস।

গভর্নর ইন ক্যাম্পাস: পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথা বলতে বিভিন্ন কলেজ এবং স্কুল ক্যাম্পাসে যাবেন রাজ্যপাল।

জনতা কি বাত: যে কেউ চাইলে সরাসরি রাজ্যপালের সঙ্গে দেখা করে কোনও সমস্যা নিয়ে কথা বলতে পারবেন।

গভর্নরস গোল্ডেন গ্রুপ: যাঁরা সমাজের জন্য কিছু করতে চান, তাঁদের বিশেষ সুযোগের বন্দোবস্ত করে দেবেন রাজ্যপাল।

গভর্নরস স্কলারশিপ স্কিম: দরিদ্র পড়ুয়াদের জন্য স্কলারশিপের বন্দোবস্ত।

গভর্নরস অ্যাওয়ার্ড স্কিম: সমাজের বিভিন্ন ক্ষেত্রে সেরাদের পুরস্কৃত করা হবে।

গভর্নরস সিটিজেন কানেক্ট: বিভিন্ন ক্ষেত্রে মানুষদের সঙ্গে যোগাযোগ করবেন রাজ্যপাল।

অভয়া প্লাস: নারীসুরক্ষায় আত্মরক্ষামূলক বিশেষ কোর্স করানো হবে।