কারাগারে অতিরিক্ত বন্দীদের চাপে কপালে চিন্তার ভাঁজ প্রশাসনের। ভিড় কমাতে অবশেষে বিশেষ পদক্ষেপ নিল সরকার। ১৭০০ জনকে কারাগার থেকে মুক্তি দিল ইংল্যান্ড।
সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, ইংল্যান্ড এবং ওয়েলসে কারাগারে বন্দীদের সংখ্যা এযাবৎকালের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। সেখানে বন্দী ধারণ ক্ষমতা প্রায় ১০০ ভাগের কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু মুক্তিপ্রাপ্ত বন্দীদের পুনরায় অপরাধ করার বিষয়ে উদ্বেগ থাকায় সরকার জোর দিয়ে বলেছে, এক্ষেত্রে কোনো সহিংস অপরাধী বা পারিবারিক নির্যাতনকারীরা আগাম মুক্তি পাওয়ার যোগ্য হবে না।
বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস স্কাই নিউজকে বলেন, ১৭০০ বন্দিকে মুক্তি দেওয়া একটি কঠিন সিদ্ধান্ত ছিল। তবে কারাগারে বন্দীদের চাপ কমাতে প্রশাসনিক কর্তাদের সিদ্ধান্তক্রমে শেষমেষ তাদের মুক্তি দেওয়া হয়।
You must be logged in to post a comment.