ব্রেকিং নিউজ রাজ্য

রাজ্যে আট জেলায় ইন্টারনেট বন্ধের নির্দেশ

অপরাধ মূলক কাজ হতে পারে এই আশঙ্কায় রাজ্যে আট জেলা ইন্টারনেট বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার। রাজ্যের স্বরাষ্ট্র ও পাবর্ত্য পর্ষদ দপ্তরের আ্যডিশনাল চিফ সেক্রেটারি এক বিবৃতিতে জানিয়েছেন, গোয়েন্দা রিপোর্ট এসেছে রাজ্যে ইন্টারনেটের মাধ্যমে অপরাধমুলক কাজ হতে পারে। তা আটকাতে আগে ভাগে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই গোয়েন্দা রিপোর্টে রাজ্যের নির্দিষ্ট কয়েকটি জেলার পকেট এলাকার কথা উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি। সেই কারনে রাজ্যের আট জেলায় ইন্টারনেট সার্ভিস দিনে নির্দিষ্ট কিছু ঘন্টার জন্য বন্ধ রাখার কথা জানানো হয়েছে।

শুধু ইন্টারনেট সার্ভিস বন্ধ নয়। ভয়েস ওভার ইন্টারনেট টেলিফোনও নিয়ন্ত্রন করা হবে বলে জানানো হয়েছে। সকাল এগারো টা থেকে ৩ টি পর্যন্ত ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রন করবে সরকার। পশ্চিমবঙ্গের আট জেলাতে এই নির্দেশিকা কার্যকর করা হবে প্রশাসনের তরফ থেকে। এই জেলা গুলি হল- মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম ও দার্জিলিং। আগামী ১১ ,১২ মার্চ এবং ১৫ ও ১৬ ই মার্চ ইন্টারনেট পরিষেবা রাজ্য সরকার নিয়ন্ত্রন করবে উল্লেখিত আট জেলায় ।