ব্রেকিং নিউজ রাজ্য

মালদায় লাইনচ্যুত হয়ে উল্টে গেল মালগাড়ির বগি

লাইনচ্যুত হয়ে মালগাড়ির বগি উল্টে বিপত্তি। ব্যাপক চাঞ্চল্য স্টেশন চত্বরে। কি ভাবে এই দুর্ঘটনা ঘটলো তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। ঘটনাস্থলে রেলের আধিকারিক এবং রেল পুলিশেরা। যদিও এই ঘটনায় তেমন ভাবে ব্যাহত হয়নি রেল চলাচল।

রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ পাকুর থেকে কাটিহারগামী পাথর বোঝাই একটি মালগাড়ি হরিশ্চন্দ্রপুর স্টেশনের কাছে আপ লাইনে ট্র্যাক পরিবর্তন করছিল। সেই সময়ই লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির একটি বগি। সমগ্র ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটল, ইতিমধ্যেই তা খতিয়ে দেখছে রেলের আধিকারিকরা। যাত্রীবাহী ট্রেন হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলেই দাবি এলাকাবাসীর।

রেল সূত্রে খবর, সোমবার সকালে মাল গাড়িটি হরিশ্চন্দ্রপুর রেলস্টেশনে ওজন করানোর জন্য দাঁড়ায়। তারপর বারোটা নাগাদ স্টেশন থেকে ছাড়ার পর ধীরে ধীরে এগোতে থাকে। হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনের পশ্চিম রেলগেটের কাছে যেতেই লাইনচ্যুত হয়ে যায়।