করোনাভাইরাস মহামারির কারণে কিছুদিন আগে পিছিয়ে দেওয়া হয়েছে চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কারের আসর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)। এবার পেছানো হলো গোল্ডেন গ্লোবস।
প্রতি বছরের ফেব্রুয়ারি বা মার্চে অস্কার অনুষ্ঠিত হয়। ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে গেছে ২৫ এপ্রিলে। জানা গেছে, অস্কারের আট সপ্তাহ আগে অর্থাৎ আগামী ২৮ ফেব্রুয়ারি গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসের ৭৮তম আসর অনুষ্ঠিত হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে গোল্ডেন গ্লোবস কর্তৃপক্ষ জানিয়েছে এ তথ্য। নিয়ম অনুযায়ী প্রতি বছরের জানুয়ারির প্রথম রোববার অনুষ্ঠিত হয় গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। সেই রীতি অনুযায়ী ২০২১ সালের ৫ জানুয়ারি এটি হওয়ার কথা ছিল। কিন্তু এই আয়োজন পিছিয়ে গেছে ২৮ ফেব্রুয়ারি। সব ঠিক থাকলে টিনা ফে ও অ্যামি পোয়েহলার সঞ্চালনা করবেন গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৭৮তম আসর।