অনুষ্কা শর্মা সোমবার মা হলেন। দুপুরে অনুষ্কা কন্যা সন্তানের জন্ম দেন। বিরাট নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেন সেই খবর। ঘরে কন্যা সন্তান হাজির হয়েছে। এবার তাদের জীবনে নতুন ইনিংস শুরু হল বলেও নিজের স্টেটাসে জানান বিরাট।
এই সুখবর দেওয়ার পরপরই তারকারা তাঁদের শুভেচ্ছা জানাতে শুরু করেন। ঈশান খট্টর থেকে রকুল প্রীত সিং কিংবা সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ কিংবা শিখর ধাওয়ান, প্রত্যেকে বিরাট-অনুষ্কাকে শুভেচ্ছা জানাতে শুরু করেন।তারকাদের পাশাপাশি বিরুষ্কার অনুরাগীরাও তাঁদের শুভেচ্ছা জানাতে শুরু করেন।
সোমবার দুপুরে বিরাট জানান, তাদের জীবনে ফুটফুটে কন্যা সন্তান হাজির হয়েছে। অনুষ্কা এবং তাদের সন্তান দুজনেই ভালো আছেন বলে জানান তিনি। পাশাপাশি এই মুহূর্তে যেন তাদের একা থাকতে দেওয়া হয়। তাদের ব্যক্তিগত জীবনে যেন কেউ যেন উঁকিঝুকি না করেন, সেই আবেদনও জানান বিরাট।
সম্প্রতি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা নিজেদের বাড়ির ব্যালকনিতে সময় কাটাতে গেলে, তাদের ক্যামেরাবন্দি করা হয়। যা দেখে অনুষ্কা শর্মা রেগে যান। বারবার বার অনুরোধ করা সত্ত্বেও কেন তাদের ব্যক্তিগত জীবনে বার বার পাপারাৎজি ঢুকে উঁকিঝুকি শুরু করছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন। বিরুষ্কার ব্যক্তিগত জীবনের উপর যাতে সব সময় গোয়েন্দাগিরি করা না হয়, তার জন্যও অনুষ্কা আবেদন জানান।