খেলাধুলা ব্রেকিং নিউজ

মাত্র ৩৯ বছরেই প্রয়াত আইভরিকোস্টের প্রাক্তন ফুটবলার

কবি জীবনানন্দ দাশের কথাই ঠিক, “মরণ কখন আসে কে বা জানে”। আসলে কেউ জানে না কত বছর বয়সে কবে, কখন, কার মৃত্যু হবে। যেমনটা আইভরিকোস্টের প্রাক্তন ডিফেন্ডারের সঙ্গে ঘটল। মাত্র ৩৯ বছর বয়সে পৃথিবীকে চির বিদায় জানালেন সুলেমেন বামবা। আবার এই বয়সে অনেকে এখনো মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন।

২০২৩ জানুয়ারিতে বুট জোড়া তুলে রাখেন বামবা। খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টেনে কোচিং ক্যারিয়ারে যোগ দেন তিনি। সেই ধারাবাহিকতায় কার্ডিফের সহকারী কোচ হিসেবে কিছুদিন কাজ করার পর ‍তুর্কি ক্লাব আদানাস্পোরের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যোগ দেন।

মানিসা ফুটবল ক্লাবের বিপক্ষে শনিবার তার দলের ম্যাচ শুরু হওয়ার আগে অসুস্থতাবোধ করলে তাকে ভর্তি করানো হয় হাসপাতালে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বামবার মৃত্যুতে শোক প্রকাশ করে এক বিজ্ঞপ্তি দিয়ে আদানাস্পোর লিখেছে, “গতকাল মানিসা ফুটবল ক্লাবের বিপক্ষে ম্যাচ শুরুর আগে আমাদের টেকনিক্যাল ডিরেক্টর সুলেমেন বামবা অসুস্থ হলে তাকে মানিসা সেলাল বায়ার ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে দুর্ভাগ্যজনক হচ্ছে তিনি তার জীবন হারিয়েছেন। সমর্থক ও তার পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।”

প্রসঙ্গত, ২০২১ সালে বামবার নন-হজকিন’স লিম্পোমা ধরা পড়ে। পরে অবশ্য একটা কোর্স কেমোথেরাপি দেওয়ার পর তাকে ক্যান্সার মুক্ত বলে ছাড়পত্র দেওয়া হয়েছিল। সে সময় ডাক্তার তাকে পুরো সুস্থ বলে জানালেও ভাগ্যের কি পরিহাস তিন বছরের মাথায় জীবন হারালেন বামবা।

বামবা তার ফুটবল ক্যারিয়ারে আইভরিকোস্টের হয়ে ৪৬ ম্যাচ খেলেছেন। গোল করেছেন একটি। ক্যারিয়ারে বেশ কিছু ক্লাবের হয়ে রক্ষণভাগ সামলিয়েছেন তিনি। ইংল্যান্ডের ক্লাব কার্ডিফ সিটি, লিডস ইউনাইটেড ও লেস্টার সিটির হয়ে খেলেছেন। এর বাইরে ইতালি, স্কটল্যান্ডসহ আরো বেশকিছু ক্লাবের হয়ে খেলেছেন তিনি।