অবশেষে সাড়ে ন’টার সময় নিজাম প্যালেস থেকে বেরিয়ে এলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
হাইকোর্টের নির্দেশে আজই সিবিআই দপ্তরে হাজির হতে হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। সন্ধ্যা ছটা থেকে টানা সাড়ে ৩ ঘন্টা এসএসসির নিয়োগ সংক্রান্ত দুর্নীতি নিয়ে দু’দফায় ম্যারাথন জেরা করা হয় বলে সূত্র মারফত জানা গেছে। সূত্রের খবর, প্রথমে সিবিআইয়ের সিনিয়র আধিকারিকরা তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন, পরে তদন্তকারী অফিসারেরা জিজ্ঞাসাবাদ করেন। বেশির ভাগ প্রশ্নেরই উত্তর এড়িয়েছেন বলে খবর। নিজাম প্যালেস থেকে বেরিয়ে আপাতত তিনি বেহালার পার্টি অফিসে গেছেন।
অন্যদিকে এসএসসির চেয়ারম্যান পদে থাকা সিদ্ধার্থ মজুমদার বুধবার সন্ধ্যায় পদত্যাগ করেছেন বলে সূত্রের খবর। এত বিতর্কের মাঝে জল এখন কোন দিকে গড়ায় সেটাই দেখার।