বনগাঁ পৌরভোটে টিকিট পেলেন না প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য। প্রার্থী তালিকা প্রকাশের পর তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশওকরলেন তিনি। অপরদিকে ‘পৌরভোটে মমতা ঝড় উঠবে’ বললেন বর্তমান পৌর-প্রশাসক ও প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ।
তবে প্রার্থী তালিকায় প্রাক্তন পৌর প্রধান শংকর আঢ্যর নাম না থাকলেও প্রার্থী তালিকায় ঠাঁই পেয়েছে তাঁর সহধর্মিণী জ্যোৎস্না আঢ্যর নাম, যিনি বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌর-মাতা।
প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও শঙ্করের সাফ জবাব, দল মনে করেছে তাই প্রার্থী করেনি। পাশাপাশি তার প্রশ্ন, একই পরিবারের একাধিক প্রার্থী করা হবে না নির্দেশ থাকলেও বনগাঁতে সাম্প্রতিক অন্য দল থেকে এসে একই পরিবারের দুই প্রার্থী হল কী করে? একইসাথে তার খেদোক্তি, বনগাঁ শহরের ১১ বছরের সভাপতি হওয়া সত্ত্বেও প্রার্থী নিয়ে নাকি তাঁর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। এমনকি তিনি যে ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সেই ওয়ার্ডের প্রার্থী নিয়েও তাঁর সঙ্গে আলোচনা করা হয়নি। যদিও শঙ্করের কৌঁসুলি বক্তব্য, আগামীতে তিনি প্রচারে নামবেন। দল পৌরসভা গঠন করুক সেটা তিনি চান।
পৌরসভার প্রার্থী তালিকা নিয়ে বর্তমান পৌর প্রশাসক তথা বনগাঁ পৌর ভোটের তিন নাম্বার ওয়ার্ডের প্রার্থী গোপাল শেঠ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমাদের হাতিয়ার। দল যাঁকে মনে করেছে তাঁকে প্রার্থী করেছে। আগামীতে বনগাঁ পৌরভোটে মমতা ঝড় উঠবে।”
উল্লেখ্য, গত পয়লা ফেব্রুয়ারি তৃণমূলের দলীয় প্যাডে বনগাঁ জেলা তৃণমূল সভানেত্রী সম্পাদক আলীরাণী সরকার ও টাউন সভাপতি দিলীপ দাসের স্বাক্ষর ও স্ট্যাম্পসহ একটি বনগাঁ পৌর ভোটে তৃণমূলের প্রার্থী তালিকাকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে বনগাঁর রাজনীতি। যদিও পরবর্তীতে দলের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয় তালিকাটি ভুয়ো। কেউ দলের ভাবমূর্তি নষ্ট করতে তা গণমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। যদিও এই ঘটনায় বিরোধীরা সমালোচনা করতে ছাড়েনি। এরপর থেকেই স্বভাবতই বনগাঁর তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে সকলের মধ্যেই ঔৎসুক্য ছিল। আজ তালিকা প্রকাশ হল। এখন দেখার, আগামী কয়েকদিনে বনগাঁর রাজনীতি কোন দিকে মোড় নেয়।
![]() | ReplyForward |