বিনোদন

মুক্তি পেল ‘ফ্লাইওভার’ ছবির প্রথম গান

নতুন থ্রিলার ফ্লাইওভার। এই থ্রিলারে কোয়েলের চরিত্রটি বেশ আবগপ্রবণ একটি চরিত্র। পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায় প্রথম গানেও তারই ছাপ রাখলেন। ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। আর তারই প্রথম গান মুক্তি পেল। অনুপম রায়ের কথা ও সুরে গানের নাম ‘মনের মধ্যে ভয়’।

শিল্পী নিজেই গেয়েছেন এই গান। ছবির ক্লাইম্যাক্সে ব্যবহৃত হয়েছে এই গান। কোয়েল মল্লিক, গৌরব চক্রবর্তী, কৌশিক রায় ও রবি সাউয়ের উপর চিত্রায়িত হয়েছে এই গান।

ট্রেলার মুক্তির পর থেকেই ছবি ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ‘ইউ টার্ন’ ছবির রিমেক হলেও বাংলায় তৈরি এই ছবি কেমন হয়, তা জানতে আর কিছুদিনের অপেক্ষা। আগামী ২ এপ্রিল সুরিন্দরের ফিল্মসের এই ছবি মুক্তি পাবে।