আজ থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। লোকসভা নির্বাচনের জন্য চলতি বছরে বেশ অনেকটা এগিয়ে এসেছে মাধ্যমিক। কড়া নিরাপত্তার আবহে শুরু হতে চলেছে পরীক্ষার্থীদের জীবনের প্রথম বড়ো পরীক্ষা। পরীক্ষার সময় সকাল ৯টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা। এ বছরের পরীক্ষার্থী প্রায় ৯ লক্ষ ২৩ হাজার।
পর্ষদের নিয়ম অনুযায়ী এ বছর পরীক্ষাকেন্দ্রে নিয়ে ঢোকা যাবে না জলের বোতল। এছাড়াও তালিকায় রয়েছে বই, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি, পেন ড্রাইভ, লগ টেবিল, ক্যামেরা, এমন কী ওয়ালেটও।যেহেতু জলের বোতল নিয়ে ঢুকতে পারবে না পরীক্ষার্থীরা, তাই পরীক্ষাকেন্দ্রের প্রতিটি রুমে পানীয় জলের ব্যবস্থা রাখবে স্কুল।
পাহাড়ে এখনও ঠাণ্ডা রয়েছে। সেজন্যই দার্জিলিং, কার্শিয়াং, মিরিকের মতো এলাকার স্কুলে রুমহিটারের বন্দোবস্ত করা হয়েছে।