এক নৃশংস ঘটনার সাক্ষী থাকল রামপুরহাট।রামপুরহাটের বগটুই গ্রামে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করে সিটের আধিকারিক সঞ্জয় সিং স্পষ্ট করে জানিয়ে দেন, বাড়িতে আগুন লাগানো হয়েছিল বাইরে থেকেই। তবে কারা আগুন লাগিয়েছে তা তদন্তসাপেক্ষে জানা যাবে। রামপুরহাটের ঘটনার পরই সিট গঠনের সিদ্ধান্ত নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলে যান রাজ্যের পুরো ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান দোষীদের কোনমতেই রেয়াত করা হবে না। পুলিশ সূত্রে খবর রামপুরহাটের এসডিপিও সায়ন আহমেদ ও রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামানিককে ক্লোজ করা হয়েছে।
ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে দিল্লি। ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে গোটা ঘটনার রিপোর্ট পাঠাতে হবে রাজ্যকে। বগটুই গ্রামের ঘটনায় রিপোর্ট চেয়েছে অমিত শাহের মন্ত্রক। জানা গিয়েছে, রাজ্যে ৫ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে বিজেপিও।
ঘটনাস্থলে এসে পৌঁছায় সিআইডি টিম তারা ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছেন। ভাদু সেখের মৃত্যুর পাল্টা এই ঘটনা বলেই মনে করছে রাজনৈতিক মহল। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তবে ভাদু শেখ খুনের ঘটনার সঙ্গে এই ঘটনার সংযোগ রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ ।
2001 সালের 4 ই জানুয়ারি ছোট আঙারিয়ায় সিপিএম এর দুষ্কৃতীরা একটি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল সেই সময় অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছিলেন 11 জন তৃণমূল কর্মী সমর্থক। তদন্তভার গ্রহণ করেছিল সিবিআই। দুইজন সিপিআইএম নেতাকে এই ঘটনায় দায়ী করে সিবিআই। রামপুরহাটের এই ঘটনার সঙ্গে ছোট আংগারিয়ার ঘটনার অনেকটাই সাদৃশ্য আছে বলে মনে করছে রাজনৈতিক মহল।