ব্রেকিং নিউজ রাজ্য

হাতের আঙ্গুল কাটা গেল ট্রাফিক পুলিশের

ফের মর্মান্তিক পথদুর্ঘটনা! এবার পথদুর্ঘটনায় হাতের আঙ্গুল কাটা গেল এক ট্রাফিক পুলিশের। একটি মোটরবাইকের সঙ্গে মোটর ভ্যান এর ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বেলুড়মঠের সামনে। ঘাতক মোটরভ্যানটিকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সুত্রে খবর, এদিন সকালে চিন্ময় হাউলি নামে এক ট্রাফিক পুলিশ নিজের বাইকে করে ডিউটি যাওয়ার সময় উল্টোদিক থেকে আসা একটি মোটর ভ্যানের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরেই মোটর বাইক থেকে ছিটকে পড়েন ওই পুলিশ কর্মী। তারপর ওই মোটর ভ্যানের নিচে পরে যান তিনি । স্থানীয়দের দাবী, দুর্ঘটনার পরে ঘটনাস্থলেই হাতের আঙ্গুল কেটে রাস্তার ধারে ছিটকে যায়। আর ওই পুলিশ কর্মীর বাইকটি রাস্তার রেলিং এর পাশে ছিটকে যায়। সঙ্গে সঙ্গে ওই আহত পুলিশকর্মীকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

স্থানীয় এক দোকানদার জানান, সকাল বেলায় পানের দোকানে দাঁড়িয়ে ছিলেন, হটাৎই বিকট শব্দ শুনতে পান তিনি। পিছনে ঘুরে দেখেন মোটর ভ্যানের নীচে পরে আছেন এক পুলিশ কর্মী। তার হাতের আঙ্গুল কেটে গিয়েছে। বাইকটি রাস্তার রেলিং এ আটকে রয়েছে। তারপর সকলে মিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে।