১৮ অক্টোবর বাংলাদেশের গাজীপুর ফিল্ম সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয় “শেখ রাসেল শিশুতোষ চলচ্চিত্র উৎসব ২০২১”। গাজীপুরে অনুষ্ঠিতব্য এই চলচ্চিত্র উৎসবে উদ্যোক্তাদের অফিসিয়াল ভাবে সিলেকশন হয়েছে এই পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার চলচ্চিত্র নির্মাতা পরিচালক দেবরাজ মাহাতর “AWARE”।
এই শর্টফিল্মটি প্রদর্শিত হয় এই চলচ্চিত্র উৎসবে। সচেতনতা মূলক এই শর্টফিল্মে অভিনয় করেছেন দেবরাজ মাহাত, সুশান্ত কৈবর্ত, শিশু শিল্পী পিকু ও প্রদীপ। পরিচালক দেবরাজ মাহাতো জানান, পুরুলিয়া থেকে প্রথমবার “শেখ রাসেল শিশুতোষ চলচ্চিত্র উৎসবে” আমাদের শর্টফিল্ম স্থান পাওয়ায় আমরা খুবই গর্বিত ও আনন্দিত।
সোমনাথ রায়, পুরুলিয়া
You must be logged in to post a comment.