দেশ ব্রেকিং নিউজ

তৃতীয় ওমিক্রন আক্রান্তের হদিশ

দেশে ধীরে ধীরে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। এবারে করোনার এই মারাত্মক প্রজাতির হদিস মিলেছে গুজরাটে। কর্ণাটকের ২ জনের পর এনিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩।

সম্প্রতি, গুজরাটের জামনগরের ওই ব্যক্তি ফিরেছেলেন জিম্বাবোয়ে থেকে। বাহাত্তর বছরের ওই বৃদ্ধের নমুনা জেনম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে পুনের ল্যাবরেটরিতে। জিম্বাবোয়ে থেকে ফেরার পর তাঁর নমুনা পরীক্ষা করা হয়। সেখানে তিনি করোনা পজিটিভ হন।

ওমিক্রনে আক্রান্তের সংক্রমণের মাত্রা করোনার থেকে অনেক কম, বলছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এর আগে বেঙ্গালুরুতে করোনা টিকার ডাবল ডোজ নেওয়ার পরও ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন এক চিকিৎসক। দেশের বাইরে যাওয়ার কোনও ইতিহাস তাঁর ছিল না। অন্যদিকে, ওমিক্রন আক্রান্ত হন ৬৬ বছরের অন্য একজন। যিনি দক্ষিণ আফ্রিকা থেকে তিনি ফিরেছিলেন করোনার নেগেটিভ রিপোর্ট নিয়ে।

দক্ষিণ আফ্রিকা থেকে আগত যাত্রীদের উপরে বিশেষ নজর রাখা হয়েছে। বিদেশ থেকে আগত যাত্রীদের পরীক্ষা করছে প্রতিটি রাজ্য সরকার। ওমিক্রন করোনার থেকে কত বেশি সংক্রমণক কিংবা মারাত্মক তা এখনো বলতে পারছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়াও করোনা টিকায় ওমিক্রনকে আটকানো সম্ভব কি-না সে ব্যাপারেও এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।