চলে গেলেন সৈয়দ শাহিদ হাকিম। ভারতীয় ফুটবলের বিখ্যাত কোচ রহিম সাহেবের এই পুত্র হাকিম সাহেব নামেই পরিচিত ছিলেন। রবিবার ৮২ বছর বয়সে কর্ণাটকের গুলবার্গের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
১৯৬০ সালে সন্তোষ ট্রফি জয় করে তাঁর দল। ওই বছরই রোম অলিম্পিকে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন। বাবার মত তিনিও কোচ হিসাবেও সুনাম করেছিলেন। ১৯৮২ সালে এশিয়ান গেমসে সহকারি কোচ ছিলেন তিনি। ১৯৮৮-১৯৮৯ মরশুমে তাঁর কোচিং এই মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছিল।
২০১৭ সালে তাঁকে ধ্যানচাঁদ পুরস্কারে ভূষিত করা হয়। দ্রোণাচার্য পুরস্কারেও সম্মানিত করা হয়েছিল।