লোকাল ট্রেন চালাচ্ছেন ভুয়ো চালক, তাও এক-দুই দিন নয়। রীতিমতোপাঁচ বছর ধরে সহকারী ট্রেন চালক হিসাবে কর্মরত দুই যুবক। তাও এই শিয়ালদা ডিভিশনে। খবরটি জানাজানি হতেই বিস্মিত রেলকর্মীদের একাংশ, আতঙ্কে সাধারণ যাত্রীরা। রেল সূত্রে জানা যাচ্ছে, ভুয়ো নিয়োগপত্র এবং আইডি কার্ড নিয়েই তাঁরা দিব্বি কাজ করে যাচ্ছিলেন। আপাতত দুজনেই শ্রীঘরে।
কিভাবে ধরা পড়ল দুজন?
সূত্রের খবর, তামিলনাড়ুর সালেম ডিভিশনের টিকিট পরীক্ষকরাই প্রথম সন্দেহ প্রকাশ করেন। তামিলনাড়ু যাওয়ার সময় রেলের পাস দেখিয়ে কাটা টিকিট দেখে সন্দেহ হয় তাঁদের। খবর যায় আরপিএফ আধিকারিকদের কাছে। ইরোড স্টেশনে নামিয়ে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। এরপরই বেরিয়ে আসে আসল তথ্য। রেল পুলিশের হাতে ধৃতদের নাম সাহেল সিং ও ইসরাফিল সিং৷
রেল কর্তাদের বক্তব্য, ভুয়ো কাগজপত্র ও আইডি কার্ড উদ্ধার হয়েছে ধৃতদের কাছে। তাঁরা শিয়ালদা ডিভিশনে কাজ করতেন। ফলে খবর আসে এখানেও, আর তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে লোকো পাইলটদের মধ্যে। এত গুরুত্বপূর্ণ একটি পদে কিভাবে ভুয়ো নিয়োগ হয়? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রেলকর্মীদের মধ্যে। হাজার হাজার নিত্যযাত্রী প্রতিদিন যাতায়াত করেন লোকাল ট্রেনে। তাঁদের যে কোনও সময় প্রাণ সংশয় হতে পারতো। জানা যাচ্ছে, ধৃতদের কলকাতায় নিয়ে আসা হচ্ছে। তাঁদের জেরা করে জানার চেষ্টা হবে কিভাবে এবং কাদের থেকে নিয়োগপত্র পেল। এর পিছনে কোনও রেলকর্মী জড়িত আছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে।
You must be logged in to post a comment.