সকাল থেকে বঙ্গের অধিকাংশ জেলায় শুরু হয়েছে বৃষ্টি। এটাই হয়তো প্রাক-শীত বর্ষা যা শীতকে টেনে আনবে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপেরে প্রভাবেই এই বৃষ্টি বলে জানা যাচ্ছে।
শনিবার সকালে হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আকাশ থাকবে আংশিক মেঘলা। সারাদিন হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। যদিও দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল পয়লা ডিসেম্বর রবিবার বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। উত্তর কলকাতাতেও আংশিক বৃষ্টি শুরু হয়েছে। রবিবারের পর থেকে তাপমাত্রা ফের পতনের পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে তাপমাত্রা অনেকটাই কমবে।
অন্যদিকে উত্তরবঙ্গে ঠান্ডা বেশ ভালোই অনুভূত হচ্ছে। পাহাড়ে শীত পড়েছে যথেষ্ট। শনিবার উত্তরের দার্জিলিং এবং কালিম্পংয়েও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি সমতলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। শুষ্ক থাকবে আবহাওয়া। তবে কুয়াশার দাপট বাড়বে। সোমবার থেকে তাপমাত্রা আরও কিছুটা কমবে।