রাজধানী দিল্লিতে নতুন করে চলছে বৃষ্টির তাণ্ডব। দিল্লির একাধিক জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে।
ফের বৃষ্টিতে বড়সড় ক্ষতির মুখে রাজধানী। গত মাস থেকেই রেকর্ড হারে বৃষ্টিপাতের কারণে ভাসছে রাজধানী। বিগত ৪৫ বছরের রেকর্ড ভেঙে যমুনা নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। রীতিমতো ফুঁসছে যমুনা নদী। শুক্রবার রাত থেকে আরও বেড়েছে যমুনা নদীর জলস্তর। হরিয়ানার হাতনিকুণ্ড বাঁধ থেকে জল ছাড়ার জেরে পরিস্থিতি আরও বেগতিক হয়ে উঠেছে। এই জরুরি অবস্থায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে রাজধানী শহরে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় খোলা হয়েছে রুম।
অন্যদিকে, প্রকৃতির রোষে অসহায় গোটা উত্তর ভারত। শুক্রবার পর্যন্ত পাওয়া শেষ খবর অনুযায়ী প্রবল বৃষ্টিতে এখনও পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ধসের ফলে শিমলার এক শিব মন্দিরের নিচে ৬ জনের আটকে থাকার খবর পাওয়া গিয়েছে। কার্যত বৃষ্টির জেরে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ।
ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু গোটা এলাকাটিকে প্রাকৃতিক বিপর্যস্ত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। হিমাচলে উত্তাল হয়ে উঠেছে বিপাশা নদী। নদীগর্ভে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়ি-ঘর। বিপর্যস্ত জনজীবন। ধস নেমে রাস্তা বন্ধ। জলমগ্ন বাসিন্দাদের উদ্ধার করতে হিমশিম খেতে হচ্ছে। বৃষ্টি ও ধসের কারণে প্রায় দশ হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। শিমলার মন্দিরের ধ্বংসাবশেষের তলায় অন্তত ছয়জনের দেহ চাপা পড়ে রয়েছে বলে অনুমান। বন্যা বিপর্যস্ত হিমাচলের পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করার দাবিতে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এখনও চলছে উদ্ধারকাজ।