দেশের জীবিত ক্রিকেটারদের মধ্যে তিনি ছিলেন প্রবীণতম। মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দত্তজিরাও গায়কোয়াড়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর। বরোদায় নিজের বাড়িতে মৃত্যু হল তাঁর। দেশের হয়ে মোট ১১ টি টেস্ট খেলেছিলেন দত্তজিরাও। তার মধ্যে ৪ টি টেস্টে দলকে নেতৃত্বও দিয়েছিলেন।
প্রাক্তন ক্রিকেটার ও অধিনায়কের বাইরেও তার একটি পরিচয় রয়েছে। তিনি সম্পর্কে ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়ের বাবা। অংশুমান দীর্ঘদিন ভারতীয় দলে খেলেছেন। দেশের হয়ে ৪০ টি টেস্ট ও ১৫ টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। দত্তজিরাও গায়কোয়াড়ের মৃত্যু ভারতীয় ক্রিকেটে একটি যুগের অবসান। তাঁর প্রয়াণে ভারতীয় ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া।