হাওড়া বাদে রাজ্যের বাকি চার পুরনিগমে ভোটের দিনক্ষন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন৷ আগামিকাল ভোট প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি জারি হবে বলে জানা গেছে৷ তবে ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট পুর এলাকাগুলিতে আদর্শ আচরণ বিধি লাগু হয়ে গেল৷
নির্বাচন কমিশনার সৌরভ দাস জানিয়েছেন, আগামী ২২ জানুয়ারি শিলিগুড়ি, বিধাননগর, চনন্দদননগর এবং আসানসোল পুরনিগমে ভোট গ্রহণ হবে৷ ভোট গণনা হবে আগামী ২৫ জানুয়ারি৷ তবে হাওড়ায় পুরভোট কবে হবে, সে বিষয়ে এ দিনও কিছু জানাননি রাজ্য নির্বাচন কমিশনার৷
নির্বাচন কমিশনার আরো জানিয়েছেন, আগামী ৩ জানুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন৷ সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে৷ সমস্ত বুথেই থাকবে সিসিটিভি৷
এ দিন পুরভোট নিয়ে সর্বদল বৈঠক ডেকেছিল নির্বাচন কমিশন৷ যদিও সেই বৈঠক ছেড়ে মাঝপথেই বেরিয়ে যায় বিজেপি সহ বাম, কংগ্রেস৷ তবুও ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন৷
তবে হাওড়ায় পুরভোট কবে হবে তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি রাজ্য নির্বাচন কমিশনার৷ তিনি জানিয়েছেন, হাওড়ায় পুরভোট নিয়ে রাজ্যের তরফে তাদের এখনও কিছু জানানো হয়নি৷ হাওড়ায় কেন ভোটের বিজ্ঞপ্তি জারি হবে না, তা নিয়ে প্রশ্ন তুলেই মূলত আপত্তি জানিয়ে সর্বদল বৈঠক বয়কট করে বিরোধীরা৷ পাশাপাশি নির্বাচনের নির্ঘণ্ট নিয়েও আপত্তি রয়েছে বিরোধীদের৷
উল্লেখ্য, হাওড়া পুরসভার সংশোধনী বিলে সই করে দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়, এমনই খবর ছড়িয়ে পড়েছিল৷ ওই বিলের প্রস্তাব অনুযায়ী, হাওড়া থেকে বিচ্ছিন্ন করা হবে বালি পুরসভাকে৷ প্রায় এক মাস আগে বিলটি রাজ্যপালের কাছে পাঠানো হলেও সরকারের কাছে বেশ কিছু ব্যাখ্যা চেয়ে বিলটিতে সই করেননি রাজ্যপাল৷ আর সে কারনেই হাওড়া পুরসভার ভোট নিয়ে ধোয়াসা থেকেই গেল।