দেশ লিড নিউজ

গুজরাট বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা নির্বাচন কমিশনের

বেজে গিয়েছে ভোটের দামামা। গুজরাট বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। বৃহস্পতিবার দুপুরে একটি সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১ ও ৫ ডিসেম্বর ২ দফায় গুজরাটে ভোটগ্রহণ হবে। আর গণনা হবে ৮ ডিসেম্বর। ৯ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত প্রথম দফার মনোনয়ন পত্র জমা নেওয়া হবে। এদিকে ১০ নভেম্বর থেকে ১৭ নভেম্বরের মধ্যে দ্বিতীয় দফার মনোনয়ন পেশ করা হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, গুজরাট বিধানসভা নির্বাচনে মোট ৫১ হাজার ভোটগ্রহণ কেন্দ্র থাকবে। তার মধ্যে ১২৭৪টি ভোটগ্রহণ কেন্দ্র সম্পূর্ণ মহিলা পরিচালিত হবে। ৩৩টি পোলিং স্টেশন পরিচালনার দায়িত্বে থাকবেন কম বয়সী নির্বাচনী আধিকারিকরা। ৮০ বছরের ঊর্ধ্বে নাগরিকরা ঘরে বসে ভোট দিতে পারবেন। জানা গিয়েছে, গত নির্বাচনের থেকে এই নির্বাচনে গুজরাটে রূপান্তরকামী ভোটারের সংখ্যা প্রায় দ্বিগুণ ছাড়িয়েছে।

পাশাপাশি নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, প্রথম দফায় ৮৯টি আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ৯৩টি আসনে ভোটগ্রহণ হবে। মোট ১৮২টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।