করোনার জেরে বিশ্বে আর্থিক মন্দা রেকর্ড স্পর্শ করতে পারে। ২০০৮–০৯ সালে বিশ্বজুড়ে মন্দা ভয়াবহ আকার নিয়েছিল। আশঙ্কা করা হচ্ছে, করোনার প্রভাবে সারা বিশ্বের অর্থনৈতিক মন্দা তখনকার থেকেও খারাপ পর্যায় যেতে পারে। এই আশঙ্কার কথা শুনিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। কারণ প্রায় ৮০টিরও বেশি দেশ যার মধ্যে বেশিরভাগ স্বল্প আয়ের দেশ, তারা আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে জরুরি সহায়তা চেয়েছে বলে জানান জর্জিয়েভা।
আর্থিক সঙ্কট কাটিয়ে ওঠা নিয়ে তিনি বলেন, এখনই এই ভাইরাসের বিস্তার কমানো গেলে এবং বিশ্বজুড়ে লকডাউন উঠে গেলে ২০২১ সালের মধ্যে আর্থিক মন্দা কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। তবে এই সঙ্কট কাটিয়ে উঠতে বিরাট অঙ্কের তহবিল প্রয়োজন। প্রায় ২.৫ ট্রিলিয়ন ডলার প্রয়োজন।
বিশ্বজুড়ে এই পরিস্থিতিতে তিনি ছাঁটাইয়ের আশঙ্কাও করছেন। অর্থনীতির বিশেষজ্ঞরা মনে করছেন, লকডাউন উঠে গেলে তার প্রভাব পড়তে শুরু করবে বাজারে। আগস্ট–সেপ্টেম্বর মাস নাগাদ বিশ্বের আর্থিক মন্দা উদ্বেগজনক হয়ে উঠবে। আইএমএফ প্রধান জানান, এই লকডাউন সামাজিক কাঠামোকেও নষ্ট করে দেবে।