তীব্র আতঙ্ক উত্তর ভারতে। ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু কাশ্মীর। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৪। সেন্টার ফর সেসমোলজির তরফে জানানো হয়েছে, ভূপৃষ্ঠ থেকে ৬ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। জানা গিয়েছে,মঙ্গলবার দুপুরে জম্মু ও কাশ্মীর এর পাশাপাশি প্রায় ১০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয় দিল্লি এবং পাঞ্জাবেও।এদিকে চণ্ডীগড়, হরিয়ানা, শ্রীনগর, কিশতওয়ার, পুঞ্চ, মোহালিও কেঁপে ওঠে। পাকিস্তানের লাহোর এবং চিনের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে বলেই জানা গিয়েছে। সাধারণ মানুষের মধ্যে নিমেষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি রাস্তায় বেরিয়ে আসেন সাধারণ মানুষ। যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
চলতি বছরই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানী। সেসময় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপাল বলেই জানা গিয়েছে। সুত্রের খবর,কম্পন অনুভূত হয় নয়ডা, গুরুগ্রামেও। তবে বড়সড় ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। দিল্লি ছাড়াও কম্পন অনুভূত হয় উত্তরাখণ্ড, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বেশ কয়েকটি অংশে। পাশাপাশি, নেপালের ভূমিকম্প পর্যবেক্ষণ মন্ত্রক জানিয়েছে, বাজহাং জেলার পাতাদেওয়ালে রাত ৮ বেজে ১২ মিনিটে কম্পন অনুভূত হয়। প্রকৃত উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।