পুরুলিয়া, ২০ আগস্ট -: বন্দুক উঁচিয়ে তৃণমূল জেলা পরিষদ সভাধিপতির হুমকি দেওয়ার ভিডিও ভাইরালের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ায়। জন সমাবেশের মাঝে অত্যাধুনিক বন্দুক উঁচিয়ে হুমকি দিচ্ছেন তিনি ।
সূত্রের খবর, বুধবার রাতে মনসা পুজোর বিসর্জনের সময় পুঞ্চা থানার লাখড়া গ্রামে সভাধিপতির বাড়ি ফেরার সময় এই ঘটনাটি ঘটেছে । সেখানে ডিজে বাজনার তালে উদ্দ্যাম নাচ চলছিল। ভিড়ের মাঝে আটকে পড়ে সভাধিপতির গাড়ি। সেখানেই সভাধিপতি নিজের নিরাপত্তারক্ষীর অত্যাধুনিক বন্দুক হাতে নিয়ে হুমকি দেওয়ার ঘটনা ঘটান। এরপরই গতকাল থেকে ভাইরাল হতে থাকে সেই ভিডিও । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জেলা জুড়ে। এ বিষয়ে জেলা সভাধিপতি সুজয় ব্যানার্জীকে একাধিকবার ফোন করা হলে তিনি সাফ জানিয়ে দেন “এ বিষয়ে কোন মন্তব্য করা হবে না । যা লেখার ইচ্ছে লিখে দিন।”