বামের শাসনকালে তৈরী হয়েছিলো বাসস্ট্যান্ড। এরপর ক্ষমতায় আসে তৃণমূল। বাসস্ট্যান্ড আধুনিকীকরণ করতে খরচ হয়েছিলো লক্ষ লক্ষ টাকা, বসেছে হাই মাস্ট লাইট। কিন্তু আজও বাসস্ট্যান্ডের বেহাল চিত্রের পরিবর্তন না হওয়ায় ক্ষোভ জমতে শুরু করেছে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের মধ্যেও। আর এভাবেই অনুন্নত অবস্থায় দীর্ঘ কয়েক বছর ধরে পড়ে রয়েছে পুরুলিয়া জেলার বলরামপুর বাসস্ট্যান্ড।
প্রসঙ্গত, বিগত চারবছর আগে বাসস্ট্যান্ডের জমি সমতল করে কংক্রিট করে দেওয়া হলেও তা কয়েক মাসের মধ্যে ঢালাই নষ্ট হয়ে গর্ত হয়ে জলজমতে শুরু করে।পাশাপাশি সাংসদ তহবিলে তৈরি হওয়া শৌচালয়টিও তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে। বাসস্ট্যান্ডে থাকা পঞ্চায়েত সমিতির স্টলগুলিতে দেখা দিয়েছে বড় বড় ফাটল। ভেঙ্গে পড়ছে চাঙ্গড়। যে কোনো সময় তা ধসে পড়ে দুর্ঘটনার আশঙ্কা করছে দোকানদাররা।
যদিও প্রশাসনের একটি সুত্র থেকে জানা যায়, বহু দোকানদার সময় মতো স্টল ভাড়া মেটায়নি। বহু দিন ধরে বকেয়া থাকায় এতদিন ধরে নজর দেয় নি প্রশাসন। যদিও এই প্রশ্নে কয়েকজন স্টল প্রাপক জানান কোরোনার জন্য দীর্ঘ দিন দোকান বন্ধ থাকায় সময় মতো দেওয়া যায়নি স্টলের ভাড়া তবে এখন সাভাবিক হওয়ায় সমস্ত বকেয়া মিটিয়ে দিতে চান তারা। তবে দ্রুত স্টল গুলি মেরামত করে দেওয়ার আর্জী জানিয়েছেন তারা।
এবিষয়ে বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই মন্ডল জানান,”বাসস্ট্যান্ডের বিষয়টি নজরে আছে। যাতে দ্রুত পিচের কাজ এবং স্টল মেরামত করা যায় তার জন্য একটি বৈঠক ডেকে সিদ্ধান্ত নিয়ে জেলাতে জানানো হবে।”