রাজ্যে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ।সংখ্যাটা আগামীদিনে আরও বাড়বে বলে পূর্বাভাস স্বাস্থ্য দফতরের৷
ইংরেজী নতুন বছরের প্রথম দিনই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে চার হাজার পার করল।এর মধ্যে অর্ধেক এর বেশি সংক্রমিত হয়েছে কলকাতায়৷ ফলে উদ্বেগ বাড়ছে স্বাস্থ্যভবনের৷
শনিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্যভবনের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪,৫১২ জন৷ যা শুক্রবার ছিল ৩,৪৫১ জনে৷ সব মিলিয়ে এই পর্যন্ত আক্রান্ত ১৬ লক্ষ ৪২ হাজার ৯৯৭ জন৷ তবে এর মধ্যে সুস্থ্য হয়ে উঠেছেন ১৬ লক্ষ ৯ হাজার ৯২৪ জন৷ একদিনে সুস্থ্য হয়েছেন ১,৯১৩ জন৷
এবার একটু শহর কলকাতার দিকে নজর রাখা যাক৷ এখানে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ৩৯৮ জন।মোট আক্রান্ত ৩ লক্ষ ৪০ হাজার ১৬৫ জন৷মোট মৃত্যু হয়েছে ৫,৩২১ জনের৷একদিনে ২ জন৷ দৈনিক সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৬৮৮। তৃতীয় স্থানে হাওড়া ৩৪৪।
এদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৭ হাজার ৫৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ১২.০২ শতাংশ। কমেছে সুস্থতার হার ৯৭.৯৯ শতাংশ।