ব্রেকিং নিউজ রাজ্য

Hul Diwas: হুল দিবসে অলচিকি ভাষায় স্কুলের দাবি মুখ্যমন্ত্রীর কাছে

৩০ জুন আদিবাসী সম্প্রদায়ের হুল দিবস। সকাল থেকেই আদিবাসী নৃত্যের সঙ্গে এই দিনটি উদযাপন করলেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর – ২ নং ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের বড়োল গ্রামের আদিবাসী মানুষেরা। এদিন হুলদিবস পালনের পাশাপাশি আদিবাসী এলাকায় সাঁওতালি অলচিকি ভাষায় স্কুলের দাবি জানান এলাকার মানুষজন।

তাদের কথায়, আদিবাসী এলাকাগুলো এখনো শিক্ষায় পিছিয়ে রয়েছে। ৯৫ শতাংশ আদিবাসী মানুষ দরিদ্র সীমার নীচে বসবাস করেন।এলাকায় বিশেষ কাজ না থাকায় ভিন রাজ্যে কাজ করতে যেতে হয়। নিজ রাজ্যে কর্মসংস্থান থাকলে অন্ন জোগাড়ের জন্য ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না।

এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার পাশাপাশি হুল দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন বিশিষ্টজনেরা। ইতিহাসের পাতা উল্টালে জানা যায়, হুল দিবস সাঁওতালদের জাত্যাভিমান ও গৌরবের দিন। ১৮৫৫ সালে ৩০ জুন শুরু হয়েছিল সাঁওতাল বিদ্রোহ। যা শেষ হয় ১৮৫৬ সালের নভেম্বর মাসে। এই সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দেন সিধু, কানহু, চাঁদ ও ভৈরব প্রমুখ সাঁওতাল নেতারা। এই সাঁওতাল বিদ্রোহের লেলিহান শিখা ব্রিটিশ সরকারের মসনদ কাঁপিয়ে দিয়েছিল। যা ভারতের স্বাধীনতার ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক অনিল মুর্মু, সিডিআর মনোজ মুর্মু, ক্লাব সম্পাদক গুলসেন হাঁসদা ও দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোবারক হোসেন সহ অন্যান্যরা।